আসছে ১৯শে জুন, বিশ্ব বাবা দিবস।
জীবনে চলার পথে বাবাকে ঘিরে ভালোবাসা, শ্রদ্ধা, চাপা অভিমান কত কিছুই না থাকে। হয়তো কোনো ভুল করেছিলাম বা কোনো অসন্তোষজনক কাজ করেছিলাম কিন্তু তাঁর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ এখনো হয়নি।এইরকম অনুভূতি এবং বলতে না পারা কথা সবারই আছে। কিন্তু সেই অব্যক্ত কথাগুলি কি বাবাকে আমরা জানাতে পেরেছি? তাহলে চলুন, এই বাবা দিবসে বাবাকে নিয়ে আপনার স্মৃতি, অনুভূতি, ধন্যবাদ ও ভালোবাসার একান্ত গল্পগুলো আমাদের কমেন্টে লিখে পাঠিয়ে দিন। **সময়সীমা- ১৮ই জুন ২০২২ সকাল ১০ টা পর্যন্ত ** শর্তসমূহ :- KL Corporation এর ফেসবুক পেজে এবং ইন্সটাগ্রামে ফলো দিতে হবে। আপনাদের সেরা গল্পগুলির মধ্যে থেকে লটারির মাধ্যমে একজন নির্বাচিত বিজয়ীকে তাঁর বাবার জন্য দেয়া হবে আকর্ষণীয় উপহার এবং তাঁর গল্পটি শেয়ার করা হবে আমাদের ফেইসবুক পেইজ থেকে।
#KLCorporation #FathersDay #Fathers_love #বাবা_দিবস